প্রান্তিক মানুষের সংবাদ নিয়ে…

ভাসানীর মতো আগামীতে বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যাবে: শেখ সেলিম

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি তার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে…

Highlights

ভাসানীর মতো আগামীতে বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যাবে: শেখ সেলিম

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি তার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, নির্বাচনে কোনো কারচুপি হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায় না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নেই। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় তার নিজস্ব বাসভবনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক…

চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে: মাহি

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। একই আসনে তার বিপরীতে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নির্বাচনি প্রচারণায় ব্যস্ত মাহি তানোরের পাঁচন্দর ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে। কেন কাঁদবেন? কারণ তিনি সেদিন বুঝতে পারবেন, তানোর-গোদাগাড়ীর মেহনতি মানুষ, কৃষক–শিক্ষক তাকে ভালোবাসেন না। সবাইকে নিজের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষককে…

তীব্র কুয়াশার পূর্বাভাস

দেশের দক্ষিণাঞ্চলে মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শুক্রবার (২২ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও রাত ১টা থেকে পরবর্তী ৬-৮ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে। এসময় এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন…

আরও ৬ জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ছয়টি জেলার নির্বাচনি ভার্চুয়াল জনসভায় অংশ নেবেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়…

- Advertisement -

ছাত্রদলের কবির ও রিকুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল রিকুকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘গতকাল রাতে শনির আখড়ার একটি বাসা থেকে ইখতিয়ার কবির এবং মোস্তফা কামাল রিকুকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের সন্ধান না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন রিজভী। তিনি বলেন, ইখতিয়ার…

বেশিরভাগ তরুণই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখেন

কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন তরুণরা। একই সঙ্গে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। ঢাকায় অনুষ্ঠিত ‘আমিও জিততে চাই ইয়ুথ সামিট’ এ আহ্বান জানান তরুণরা। শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এ সামিট হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন এতে। ‘আমিও জিততে চাই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন-আরইউডিও দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর…

৫ জানুয়ারি মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

আগামী ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে আরও জানানো হয়েছে, ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সি, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচল করতে পারবে না। ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না কেউ। এই সময়ে কেবল জরুরি…

- Advertisement -

Recent Posts

Newsletter

Politics

Economy

world

culture